আপনি ইন্টারনেট সম্পর্কে জানেন কিন্তু ওয়েব পেজ কাকে বলে তা জানেন না, এটা মোটেও ভালো কথা না। কারন, ইন্টারনেটে বিদ্যমান প্রত্যেকটি পেজই হলো ওয়েব পেজ। আজকের আর্টিকালে ওয়েব পেজ নিয়ে বিস্তারিত কথা হবে। যেমন ওয়েবপেজ কি, ওয়েব পেজ কাকে বলে, ওয়েব পেজ তৈরি করার নিয়ম, ওয়েব পেজের এড্রেসকে কি বলে, লোকাল ওয়েব পেজ কি, হোমপেজ কাকে বলে ইত্যাদি।
ওয়েব পেজ কাকে বলে? সংজ্ঞাঃ ওয়েব পেজ (Webpage) হলো এক ধরণের ওয়েব ডকুমেন্ট যা এইচটিএমএল ব্যাবহার করে লেখা হয় এবং এটি একত্রিত হয়ে একটি ওয়েবসাইট গঠন করে। ওয়েব পেজের একটি নির্দিষ্ট ইউআরএল থাকে যাকে ওয়েবপেজের ঠিকানা বা এড্রেস বলা হয়। এটি ব্যবহার করে খুব সহজেই একটি ওয়েব পেজে যাওয়া যায়। সকল উন্মোক্ত ওয়েব পেজ এবং ওয়েবসাইটকে একসাথে World Wide Web (www) বা বিশ্বব্যাপি জাল নামে আখ্যায়িত করা হয়। সহজ কথায় বলতে গেলে, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে।